ব্যর্থতার পথচারী আমি

1 min read

অগাধ সমুদ্র মাঝে একফোঁটা জলবিন্দু আমি
সময়ের অদম্য লহরে বয়ে চলেছি
কিনারায় আছড়ে পড়ে পড়ে আজ বড় ক্লান্ত
অথচ,
দাঁড়াতে পারিনি।
খুঁজে পাইনি পরিচিত হাতের স্পর্শ
বলতে পারি নি
আমি পারবো।

তোমরা পাশে থেকো
আমি ঠিক পারবো ।

প্রতিষ্ঠার প্রতিযোগিতায় বারংবার পিছয়ে পড়েছি
আবার উঠেছি, হোচট খেয়েছি
ছিন্ন হয়েছে মনোবলের উচ্চশির ধ্বজা
তবুও বলতে পারিনি
আমি প্রচেষ্টায় বিশ্বাসী।
কারণ,
বলার স্থান নেই
শোনার কেউ নেই। 

ব্যর্থতার পথচারী আমি
আজীবন চেয়েছি কেবল সেই সজীব আশ্রয়
যাদের আলোয় চিনেছি পৃথিবীকে
চেয়েছি কেবল
তাদের ধনাত্মক উষ্ণ উৎসাহ
যার আশ্রয়ে বাঁচাতে চাইবে আমার আমি।

You May Also Like