বড় ঘোষণা করলেন মন্ত্রী

1 min read

গত বছর করোনা কালে লকডাউনে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছিল পরিযায়ী শ্রমিকরা। চরম দুরবস্থার মধ্যে কাটাচ্ছিল বহু পরিযায়ী শ্রমিক। সারা দেশে ফুটে উঠেছিল পরিযায়ী শ্রমিকদের দুর্দশার চিত্র। অনেক পরিযায়ী শ্রমিকের প্রাণ যায় এই করোনা কালে। এবার পরিযায়ী শ্রমিকদের কথা ভেবে বড় সিদ্ধান্ত নিলেন রাজ্যের আবাসন মন্ত্রী ফিরহাদ হাকিম। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কলকাতায় কাজ করতে আসা পরিযায়ী শ্রমিকদের জন্য পৃথক আবাসন তৈরি করবে আবাসন দপ্তর। তাঁদের থাকার জন্য পৃথকভাবে ‘‌শ্রমিক আবাসন’‌ গড়ে দেবে রাজ্য। রাজ্যের আবাসন দপ্তরের দায়িত্ব নিয়েই এই বড়সড় ঘোষণা করলেন তিনি। পরিযায়ী শ্রমিকদের জন্য আবাসন গড়ার প্রাথমিক পর্যায়ের কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে দফতর। এই আবাসনগুলি ঠিকাদারি সংস্থাগুলিকেই ভাড়া দেওয়া হবে। তাঁরাই নিজেদের অধীনে থাকা শ্রমিকদের ওই আবাসনগুলিতে রাখবে। আবার কাজ শেষ হলে আবাসনগুলি মন্ত্রকের অধীনে তুলে দেবে।

এদিন, আবাসন মন্ত্রী আরও একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় অত্যন্ত কম ভাড়ায় বহু মানুষ বসবাস করছেন। এই আবাসনগুলির ভাড়া এতটাই কম যে, সেগুলির রক্ষণাবেক্ষণেও সমস্যায় পড়তে হচ্ছে সরকারকে। আবাসন মন্ত্রকের সিদ্ধান্ত, এই বাড়িগুলি অত্যন্ত কম টাকায় বাসিন্দাদেরই বিক্রি করে দেওয়া হবে। এরপর তাঁরাই নিজেদের মতো করে বাড়িগুলির রক্ষণাবেক্ষণ করবেন। শুধু তাই নয়, রাজ্যের বিভিন্ন সরকারি বাজারকেও ঢেলে সাজানোর সিদ্ধান্ত নিয়েছেন আবাসনমন্ত্রী।

You May Also Like