মাস্ক না পরলে মিলবে না পেট্রল-ডিজেল, নয়া নিয়ম রাজ্যের পেট্রল পাম্পে

1 min read

মাস্ক ছাড়া মিলবে না জ্বালানি। সিদ্ধান্ত নিল রাজ্যের সব পেট্রল পাম্প। শুক্রবার ‘ওয়েস্ট বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোয়িশন’-এর তরফে জানিয়ে দেওয়া হয় মাস্ক না পরা অবস্থায় পেট্রোল পাম্পে গেলে সেই ব্যক্তিকে জ্বালানি বিক্রি করা হবে না। করোনা ভাইরাস সংক্রমণ রুখতে সচেতনতা জারি করতেই এই পদক্ষেপ করা হয়েছে। জানিয়ে দেওয়া হয়েছে, বাইক চালক বা গাড়ির চালকদের পেট্রোল, ডিজেল বিক্রি করা হবে না, যদি তাঁরা মাস্কা না পরে পেট্রল পাম্পে আসেন। সংস্থার সাধারণ সম্পাদক এস কোলে একথা জানিয়েছেন‌। বৃহস্পতিবার সন্ধ্যায় এই সিদ্ধান্ত নেওয়া হয় এবং তারপর থেকেই তা কার্যকর করা হয়েছে। সংবাদ সংস্থা পিটিআইকে এস কোলে জানিয়েছেন, পেট্রল পাম্পগুলিতে প্ল্যাকার্ড ঝোলানো রয়েছে ‘নো মাস্ক, নো অয়েল’।

You May Also Like