রাজ্যে ত্রুটিপূর্ণ কিট পাঠানোর অভিযোগ

0 min read

করোনা ভাইরাসের মোকাবিলায় রাজ্যের প্রস্তুতি খতিয়ে দেখতে প্রতিনিধি দল পাঠানো নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পাশাপাশি রাজ্যে ত্রুটিপূর্ণ কিট পাঠানোরও অভিযোগ তুললেন তিনি। একদিন আগেই, এরাজ্যে আসে করোনা পরিস্থিতি দেখভাল করতে রাজ্যে আসা প্রতিনিধি দল, সেই নিয়ে কেন্দ্রের সঙ্গে বাকযুদ্ধে জড়ায় রাজ্য সরকার। সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, “প্রতিদিন গুজব ছড়াচ্ছে যে, মাত্র কয়েকজনের কোভিড ১৯ পরীক্ষা হচ্ছে। এটা পুরোপুরি মিথ্যা। বাংলায় ত্রুটিপূর্ণ কিট পাঠানো হয়েছে, যা এখন ফিরিয়ে নেওয়া হয়েছে। এমনকী, আমরা পর্যাপ্ত কিটও পাইনি”।

You May Also Like