স্বাস্থ্যকর্মীদের উপরে আক্রমণ জামিন অযোগ্য ধারা হিসেবে বলা হয়েছে

1 min read

করোনা অতিমারির সময়ে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপরে আক্রমণের ঘটনা বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে স্বাস্থ্যকর্মীদের রক্ষার্থে সরকারের তরফে আনা হল নতুন অধ্যাদেশ। তাতে স্বাস্থ্যকর্মীদের উপরে আক্রমণ জামিন অযোগ্য ধারা হিসেবে বলা হয়েছে। এই অপরাধে ছ’মাস থেকে সাত বছরের জেল হতে পারে। কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর একথা জানিয়েছেন। একদিকে দেশের মানুষ যেখানে কোভিড-১৯-এর বিরুদ্ধে স্বাস্থ্যকর্মীদের লড়াইকে কুর্নিশ জানাচ্ছেন, সেখানে বিক্ষিপ্ত ভাবে কিছু মানুষ তাঁদের উপরেই আক্রমণ করছেন। প্রকাশ জাভড়েকর জানাচ্ছেন, ‘‘চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপরে আক্রমণের ঘটনা কোনও ভাবেই মেনে নেওয়া হবে না।”

You May Also Like