রাতযাপনের অধ্যায়

1 min read

অনুরোধে থাকেনি যারা, অভ্যাসে যারা নিস্ক্রিয়

কৃত্ৰিম অবরোধ ধরে ,  হেঁটে চলে মিথস্ক্রিয়।

 

কালঘুমে ঘুণ ধরে, সিড়ি থামে অন্তিমে,

নেশাতুর জেগে আছে,  থেকে যেও এক টিমে।

 

বাদুড়ের কারসাজি, ভীতিকে জোর করি,

নিভে যাওয়া শরীর জুড়ে ,আরামদের সুরসুরি

 

আবছা আলো জ্বলে, জাগরনে হয়েছে কাহিল

স্তরে স্তরে রাখা আছে, দক্ষতা প্রমাণে অমিল।

You May Also Like