লকডাউনকে উপেক্ষা করে চলছে যানবাহন, বাজার

জোর জল্পনার পর অবশেষে মানুষের অনুরোধ মেনে নিয়ে শিলিগুড়িতে ঘোষণা হল ৭ দিনের লকডাউন।আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে লকডাউন শুরু হলেও কিছু মানুষের আচরণ অবাক করছে প্রশাসনকে। রাস্তায় চলছে টোটো, বাইক ,খোলা রয়েছে বাজারও।শিলিগুড়ি মানুষের এই আচরণ দেখে ক্ষুব্ধ একাংশ।দীর্ঘদিন ধরে শিলিগুড়ির করোনা পরিস্থিতি নিয়ে সম্পূর্ণ লকডাউন চাইছিল শহরের একাধিক ব্যবসায়ী সংগঠন সহ বিভিন্ন সমাজসেবী সংস্থা।সেইমতো উত্তরোত্তর করোনা পরিস্থিতির বৃদ্ধি নিয়ে গতকাল টাস্কফোর্সের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয় শিলিগুড়িতে।উপস্থিত ছিলেন জেলাশাসক এস সহায় শিলিগুড়ি পুলিশ কমিশনার, পর্যটনমন্ত্রী গৌতম দেব অনুষ্ঠান শেষে জেলাশাসক আজ থেকে আগামী ৭ দিন শিলিগুড়ির ৪৭টি ওয়ার্ড সহ মাটিগাড়া১সহ শহরের আরো বেশকিছু অংশ লকডাউন ঘোষণা করে। কিন্তু লকডাউন ঘোষণা হলেও কিছু মানুষের উদাসীনতা চোখে পড়ছে। শিলিগুড়িতে সম্পুর্ন লকডাউন করতে রাস্তায় নেমেছে পুলিশ প্রশাসন।

You May Also Like