সকলের অন্তরেই সমাহিত বুদ্ধ

1 min read

আমাদের প্রত্যেকের অন্তরেই বুদ্ধ সমাহিত l তাঁকে পেতে শুধু “আপনারে করো উন্মোচন ” l নিজেকে জানতে গিয়ে নিজের অন্তরে অধি আত্মিক পরম জ্ঞানের অনুভূতি হওয়া প্রত্যেক আত্মজ্ঞানী ব্যক্তিমাত্রই তো বুদ্ধ ll

এই বুদ্ধত্ব প্রাপ্তি বা বোধি জ্ঞান লাভের জন্যে একান্ত প্রয়োজন কেবল নিজের প্রবল থেকে প্রবলতম মনের ইচ্ছে l যে ইচ্ছে শক্তির সমানে যদি ঈশ্বর বলে কেও থেকেও থাকেন সেই সর্বশক্তিমানও বিরুদ্ধাচারণ করতে পারেন না l যখন বুদ্ধদেবকে তাঁর সকল গুরু এই বোধি জ্ঞান প্রদান করতে অসর্মথ হয়েছিলেন, তখন নিজের কঠোর কৃচ্ছসাধনা, ত্যাগ, তিতিক্ষা আর মনের জোরে নিজের শরীরকেও উপেক্ষা করে একাগ্র চিত্তে দীর্ঘ সাধনার পরই তিনি বোধিসত্ত্ব প্রাপ্ত হয়েছিল l অর্থাৎ সবটাই হবে একমাত্র আপন চেষ্টাতেই – নিজের জীবন দিয়ে এই উদাহরণই রেখে গেছেন গৌতম বুদ্ধ l “কৃপা”র অর্থ সংস্কৃতে “কৃ”ধাতু অর্থে করে,পা ধাতু অর্থে পাওয়া l অর্থাৎ কৃপা মানে দয়া বা করুণা নয়, অন্তরে বোধি জ্ঞান অর্জন করতে হলে বা আপনার মধ্যে বুদ্ধত্ব প্রাপ্তি ঘটাতে চাইলে সেই লক্ষ্যে স্থির,অবিচল থেকে কৃপা মানে নিজে করে (পরিশ্রম ও প্রচেষ্টা) নিজেকেই তা পেতে হবে আমাদের l

এই বিশেষ অনুশীলনে আমাদের নিজের জীবনকে অভ্যস্ত করাতে পারলে নিজের যোগ্যতায় নিজের জীবনের সকল লক্ষ্য পূরণ করাই সম্ভব l বিশ্বের দিকে চেয়ে বসে থাকা তখন নিষ্প্রয়োজন, কারণ ততদিনে এই অনুশীলনের দ্বারাই আস্তিক নাস্তিক ভেদে আমাদের অন্তরাত্মা জেনে গিয়েছেন যে,এই জগতের পরম শক্তি আমাদের নিজেদের অন্তরেই  সমাহিত, সমাহিত বুদ্ধ রূপে l নিজের একান্ত ইচ্ছে শক্তি দিয়ে তাঁকে জাগ্রত করে তোলা শুধু সময়ের অপেক্ষা মাত্র ll

You May Also Like