সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা

0 min read

দীর্ঘদিন পর আলিপুরদুয়ারের আবর্জনা সমস্যার সমাধান হতে চলেছে। এদিন আলিপুরদুয়ার পুরসভার প্রেক্ষাগৃহে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের উদ্বোধন করেন বিধায়ক সৌরভ চক্রবর্তী । জানা গেছে আগামীকাল থেকে এর স্বাভাবিক কাজকর্ম শুরু হচ্ছে।

পুরসভার প্রেক্ষাগৃহে এক অনুষ্ঠানে এই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করেন আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুরসভার বোর্ডের চেয়ার পার্সেন মিহির দত্ত,তৃনমূল কংগ্রেসের জেলা সভাপতি মৃদুল গোস্বামী সহ বিশিষ্ট নেতারা।এদিন আলিপুরদুয়ার পুরসভার ২০ টি ওয়ার্ডের বজ্য পদার্থ সংগ্রহের জন্য ব্লাংকেট সরবরাহ করা হয়।আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তী বলেন,আলিপুরদুয়ারের আজ ঐতিহাসিক দিন।সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কর্মসূচি শুরু হল।বাড়ি বাড়ি বজ্য পদার্থ সংগ্রহ করা হবে।তারপর তা দুটি জায়গায় রাখা হবে।পরে তা সার তৈরি করা হবে।একটি সংস্থা এ ব্যাপারে কাজ শুরু করছে।

You May Also Like