সালিশিসভায় মার খেলেন স্থানীয় তৃণমূল পঞ্চায়েত

0 min read

সালিশি সভা মেটাতে গিয়ে প্রহৃত হলেন স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য। ঘটনাটি ঘটেছে হরিশচন্দ্রপুর থানার মারাডাঙ্গী এলাকায়। সূত্রের খবর গ্রামের বিবাদ মেটাতে গিয়ে সালিশিসভাতেই দুষ্কৃতীদের হাতে মার খায় ওই স্থানীয় পঞ্চায়েত সদস্য ও তার পরিবার। ওই পঞ্চায়েত সদস্যের অভিযোগ এই ঘটনায় ২৫জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে হরিশচন্দ্রপুর থানায়। গ্রামের বিবাদ মেটাতে গিয়ে দুষ্কৃতীদের হামলায় আক্রান্ত হলেন তৃণমূল দলের এক পঞ্চায়েত সদস্য ও তার পরিবার।

আক্রান্ত তৃণমূল দলের পঞ্চায়েত সদস্য সেহেরুনা খাতুন এবং তার স্বামী নুরুল ইসলাম জানিয়েছেন, সালিশি সভা ডেকে দুই গ্রামের মধ্যে যে বিবাদ তৈরি হয়েছিল, তা মীমাংসা করার চেষ্টা করেছিলাম। কিন্তু এই ঘটনার পর রাতে হঠাৎ করে সশস্ত্র দুষ্কৃতীদের দল আমাদের বাড়িতে হামলা চালায়। পরিবারের লোকেদের মারধর করা হয়। বাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ তদন্তে আসে । চাঁচলের এসডিপিও  সজল কান্তি বিশ্বাস জানিয়েছেন, পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযুক্তদের খোঁজ চালাচ্ছে হরিশ্চন্দ্রপুর থানা পুলিশ।

You May Also Like