স্বাধীনতা সংগ্রামীর নাম বাদ…

নিজস্ব সংাাদদাতা: নিন্তায় নাওয়া খাওয়া ভুলে গিয়েছেন ওরা। কেউ ঘুরে বেড়াচ্ছেন এদিক-ওদিক। অনেকের কাছেই স্পষ্ট নয় কেন তাঁদের নাম অসমের নাগরিকপঞ্জিতে এনআরসি নেই। এনআরসি ছুট হিসেবে জুটছে দেশহীনের তকমা! অনেকে আবার দেশের সেবা করেও ‘দেশহীন’। এমন বাঙালি, নেপালি পরিবারগুলির দিন এখন কাটছে আতঙ্কেই। এই তালিকায় যুক্ত হল স্বাধীনতা সংগ্রামী যোগেশ দেবের পরিবারের নাম।

অসমের শ্রীহট্টে (বর্তমানে বাংলাদেশের সিলেট) জন্ম স্বাধীনতা সংগ্রামী যোগেশ দেবের। পড়াশোনার জন্য মূল অসমে আসেন তিনি। তবে কলেজে পড়াশোনার মাঝেই দেশের স্বাধীনতা সংগ্রামে যুক্ত হন। ১৯৪২ সালে গান্ধীজির ডাকা ব্রিটিশ ভারত ছাড় আন্দোলনে সামিল হন। অসমে ভাষা আন্দোলনেও নেতৃত্ব দিয়েছিলেন তিনি। ১৯৭১ সালের ভোটার তালিকায় তাঁর ও পরিবারের সদস্যদের নাম ছিল। যোগেশ দেবকে স্বাধীনতা সংগ্রামীর শংসাপত্র দিয়েছিল ভারত সরকার। কিন্তু এবার এনআসি তালিকায় তাঁর নাম নেই।

You May Also Like