ছাত্র মৃত্যুর ঘটনায় দায়ের হল মামলা

1 min read

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনায়। এই ঘটনায় এবার কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা করল তৃণমূল। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। মামলা করেছেন তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি সুদীপ রাহা।

এই মামলায় পার্টি করা হয়েছে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে৷ এই মামলায় আদালতের দৃষ্টি আকর্ষণ করে তৃণমূলের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, বিশ্ববিদ্যালয়ে প্রশাসন বলে কিছু নেই। সিসি ক্যামেরা বসানো হলেও ভেঙে দেওয়া হচ্ছে। অবাধে বাইরের ছেলেমেয়েরা বিশ্ববিদ্যালয়ে ঢুকে পড়ছে।

এর পরেই বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপালকে নিশানা করে কল্যাণ বলেন, “আচার্যের কাজ কেবল উপাচার্য নিয়োগ করা নয়। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার দিকেও তাঁর নজর থাকা উচিত।”

You May Also Like