বৃদ্ধি পেলো পেট্রোলের দাম

0 min read

দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজার দর। বাড়তে থেকে প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতেই সম্প্রতি মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে আমাদের দেশে বেড়ে ছিল পেট্রোলের দাম। এবার আমাদের পড়শি দেশ পাকিস্তানও বৃদ্ধি পেলো পেট্রোলের দাম।

জানা গিয়েছে, বিশ্বব্যাপী তেলের দাম বৃদ্ধির আবহেই আগামী ১৫ দিনের জন্য পেট্রোলিয়াম পণ্যের দাম লিটার প্রতি ২০ টাকা পর্যন্ত বাড়িয়েছে সেদেশের তত্ত্বাবধায়ক সরকার। যা পাকিস্তানের ইতিহাসে এখনও পর্যন্ত সর্বোচ্চ হিসেবে বিবেচিত হয়েছে। উল্লেখ্য যে, এই দাম বৃদ্ধির পেছনে অন্যতম কারণ হল পাকিস্তান রাশিয়া থেকে তেল আমদানি নিষিদ্ধ করেছে।

এই ঘোষণার পর পাকিস্তানে পেট্রোল প্রতি লিটারে ১৭.৫০ টাকা এবং হাই স্পিড ডিজেল (এইচএসডি) প্রতি লিটারে ২০ টাকা বেড়েছে। এমতাবস্থায়, দাম বৃদ্ধির ফলে পেট্রোলের দাম প্রতি লিটারে ২৯০.৪৫ টাকা এবং ডিজেল প্রতি লিটারে ২৯৩ টাকায় পৌঁছে গিয়েছে।

You May Also Like