বেকারদের কথা ভেবে সরকারের তরফে ঘোষিত হলো নতুন প্রকল্প

1 min read

রাজ্য জুড়ে চলতে থাকা একাধিক প্রকল্পের মাঝেই, সরকারের তরফে ঘোষিত হলো নতুন প্রকল্পের৷ চাকরির ভরসায় না থেকে বেকাররা যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে, সেই লক্ষ্যে নিয়ে আসা হল বিশেষ এক প্রকল্প৷ নয়া এই প্রকল্পে ২৫ হাজার টাকা ভর্তুকি সহ ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে৷ ব্যাঙ্কিং কমিটির বৈঠকে রাজ্য সরকারের তরফে এই প্রকল্পের ঘোষণা করা হয়৷

মধ্যবিত্ত পরিবারের বেকার সন্তানদের স্বপ্ন পূরণের পথে প্রধান অন্তরায় হল মূলধন৷ ব্যাঙ্ক থেকে ঋণ নেওয়াটাও তাঁদের কাছে বেশ কঠিন৷ সেই সমস্যার কথা মাথায় রেখেই নিয়ে আসা হল ওয়েস্ট বেঙ্গল ক্রেডিট কার্ড স্কিম৷ এই প্রকল্পে বেকার যুবক-যুবতীরা সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন৷ এই খাতে রাজ্য সরকার সর্বোচ্চ ২৫ হাজার টাকা ভর্তুকি দেবে৷ শুধু তাই নয়, ১৫ শতাংশের গ্যারেন্টার হবে খোদ সরকার৷

বাকি ৮৫ শতাংশের গ্যারান্টার হবে ক্রিডেট মাইক্রো স্মল ট্রাস্ট৷ রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, ওয়েস্ট বেঙ্গল ক্রেডিট কার্ড স্কিমের জন্য একটি পোর্চাল চালু করা হবে৷ দুয়ারে সরকার শিবিরেও এই প্রকল্পের সুবিধা মিলবে৷ ইতিমধ্যেই স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম দারুণ সাড়া ফেলেছে৷ এই প্রকল্পের সাহায্যে আর্থিক ভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষা লাভে সফল হচ্ছে৷ সেই ধাঁচেই বেকার যুবক-যুবতীদেরও স্বনির্ভর করে তুলতে চাইছে রাজ্য সরকার৷

You May Also Like