রাজ্যে জেলা ভাগ নিয়ে তৈরী হল বিশেষ কমিটি

1 min read

বিগত বেশ কিছুদিন ধরেই চলছিল জল্পনা, এই প্রেক্ষিতে ইঙ্গিতও মিলেছিল যে রাজ্যে আরও সাতটি জেলা বাড়তে চলেছে। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনটা আভাস দিয়েছিলেন। এবার এই নিয়ে মন্ত্রিসভার বৈঠকে বেশ কয়েকটি জেলা ভাগ নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী।

নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে জেলা ভাগের সুপারিশ করার জন্য একটি কমিটি তৈরি করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাতে আছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, মন্ত্রী অরূপ বিশ্বাস ও মলয় ঘটক। প্রশাসনিক কাজের সুবিধার্থে আগেও বড় জেলা ভাগ করা হয়েছে।

নতুন জেলা রূপে আত্মপ্রকাশ করতে চলেছে রানাঘাট, বসিরহাট, বহরমপুর-কান্দি, জঙ্গিপুর, সুন্দরবন, ইছামতী ও বিষ্ণুপুর হবে নতুন জেলা। অর্থাৎ নদিয়া, মুর্শিদাবাদ, বাঁকুড়া, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা জেলা ভাগ হতে চলেছে। দক্ষিণ ২৪ পরগনার ১৩টি ব্লক নিয়ে সুন্দরবন জেলা এবং উত্তর ২৪ পরগনার ছ’টি ব্লক নিয়ে বসিরহাট জেলা। অন্যদিকে বনগাঁ এবং বাগদাকে নিয়ে ইছামতি জেলা।

You May Also Like