মর্মান্তিক রেল দুর্ঘটনা ঘটে গিয়েছে পাকিস্তানে

0 min read

সম্প্রতি ভারত দেশে ঘটে গিয়েছে মর্মান্তিক দুর্ঘটনা। ওড়িশার বালেশ্বরের কাছে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনার কবলে পরে। থরে থরে সাজানো ছিল মৃতদেহ। এর কয়েক মাসের মধ্যেই পড়শি দেশ পাকিস্তানে বড় ধরনের ট্রেন দুর্ঘটনা। রাওয়ালপিন্ডি থেকে চলাচলকারী হাজারা এক্সপ্রেসের দশটি বগি লাইনচ্যুত হয়েছে।

এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ১৫ জনের মৃত্যু এবং ৫০ জন আহত হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে সাহারা রেলওয়ে স্টেশনের কাছে। এই স্টেশনটি শাহজাদপুর এবং নবাবশাহর মধ্যে অবস্থিত। আশেপাশের হাসপাতালগুলোতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। দুর্ঘটনায় আহতদের নবাবশাহ মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাকিস্তানে বাড়ছে ট্রেন দুর্ঘটনা। এর আগে করাচি থেকে শিয়ালকোটগামী আল্লামা ইকবাল এক্সপ্রেসের তিনটি বগি লাইনচ্যুত হয়েছিল। তবে সেই দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি। গত এক দশকে পাকিস্তানে অনেক বড় বড় রেল দুর্ঘটনা ঘটেছে এবং বিগত বছরগুলোতে সেগুলি বেড়েছে।

You May Also Like