স্থাপত্যে সেরার এবিপি আনন্দ শারদ সম্মান আটলান্টা ক্লাবের

1 min read

গলফ ক্লাব রোডের  আটলান্টা ক্লাবের পুজোর বয়স ৮৩ বছর।  এবার দক্ষিণ ভারতের মন্দিরের আদলে তৈরি হয়েছে ১০০ ফুট উঁচু মণ্ডপ। স্থাপত্যে সেরার এবিপি আনন্দ শারদ সম্মান পেল আটলান্টা ক্লাব।

এবারের দুর্গা পুজোয় দক্ষিণ ভারতের মন্দিরের আদলে তৈরি হয়েছে মণ্ডপ। উল্লেখ্য, কিছুদিন আগেই কলকাতায়, সঙ্গে আর বড় টিজারটি হল, ১০০ ফুট উঁচু মণ্ডপ এটি।  এদিন সেরার এবিপি আনন্দ শারদ সম্মানের মুহূর্তে উপস্থিত ছিলেন পন্ডিত অজয় চক্রবর্তী। তিনি এবার ক্লাবের মুখ। তাঁর হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়। পন্ডিত অজয় চক্রবর্তী বলেন, ‘ইশ্বরের আশীর্বাদ , মায়ের আশীর্বাদ। আমি বিশ্বাস করি, কোনও কিছু মানুষের ইচ্ছেয় হয় না। পরিশ্রম এবং সততা, আমরা মনে সবাই যদি একটু এগিয়ে আসে, প্রত্যেকবছরেই সবার আশীর্বাদে এটা সেরার পুরষ্কার পাবে।’

কলকাতায় ইতিমধ্যেই প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়। দিনভর ঠাকুর দেখা শুরু, যদি কোনও সেরা পুজো বাদ পড়ে যায়, তাই স্কুলের কচিকাচারা কোনও পুজোই বাদ দিতে চান না। তার উপর আবার হাওয়া অফিস জানিয়েছে, পুজোয় এবারও বৃষ্টির আশঙ্কা। মহাষষ্ঠীর দিন বঙ্গোপসাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত। তার জেরে সপ্তমী থেকে উপকূলের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে। দশমী পর্যন্ত বৃষ্টি থামার সম্ভাবনা নেই। জানিয়েছে আবহাওয়া দফতর। সুতরাং পুজো দেখতে পরিবারকে নিয়ে বেরোলে অবশ্যই ছাতা সঙ্গে রাখুন। সাবধানে দেখুন পুজো।

You May Also Like