গ্রেফতারির পরেই উঠছে প্রশ্ন কোথায় লুকিয়ে ছিলো শাহজাহান

0 min read

বেশ কিছুদিন ধরে আলোচনার শিরোনামে সন্দেশখালি। রাজ্য রাজনীতিতেও কিছুটা প্রভাব ফেলেছে এই মামলা। এবার এই আবহেই ৫৫ দিন পর অবশেষে গ্রেফতার তৃণমূলের শেখ শাহজাহান। আদালতের সবুজ সংকেতের পরই রাজ্য পুলিশের হাতে গ্রেফতার সন্দেশখালিকাণ্ডের মূল অভিযুক্ত শেখ শাহজাহান।

খবর অনুযায়ী, মিনাখাঁ থেকে গ্রেফতার করা হয়েছে শাসকদলের এই দাপুটে নেতাকে। শাহজাহানের গ্রেফতারিতে কোনো বাধা নেই, সোমবারই জানিয়ে দিয়েছিল হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। হাইকোর্টের বলার পরই পুলিশের খাতায় ‘ফেরার’ শাহজাহান অবশেষে পুলিশের হাতে গ্রেফতার।

৫ জানুয়ারি, শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গিয়ে আক্রান্ত ইডি। তারপর থেকেই সন্দেশখালির ত্রাস শেখ শাহজাহানের খোঁজ চলছিল। অবশেষে ৫৫দিন পরে গ্রেফতার শাহজাহান শেখ। গত দুমাস থেকে শাহজাহানের গ্রেফতারির দাবিতে ফুঁসচিল সন্দেশখালি।

You May Also Like