বড় ঘোষণা কেন্দ্র সরকারের তরফে

0 min read

দেশের প্রধানমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মোদি সরকার। দেশের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। যার মধ্যে অন্যতম আবাস যোজনা। গৃহহীন থাকবেন না দেশের কোন নাগরিকই। এই লক্ষ্য নিয়ে একাধিক প্রকল্প চালু করা হয়েছে কেন্দ্রের তরফে।

সাশ্রয়ী মূল্যের আবাসন সরবরাহের লক্ষ্যে এই ফ্ল্যাগশিপ উদ্যোগের ফলে উপকৃত হয়েছেন লক্ষ লক্ষ ভারতীয়। তবে, বাংলায় বহু মানুষ এই সুবিধা পেলেও কেন্দ্র ও রাজ্য সরকারের দীর্ঘ টানাপোড়েনের কারণে অনেক গ্রামীণ এলাকার জন্যেই বরাদ্দ আবাস যোজনার টাকা বন্ধ রয়েছে।

কিন্তু, মেদিনীপুরবাসীর জন্য রয়েছে এক দুর্দান্ত খবর। জানা গিয়েছে, এই শহরে সম্প্রতি আবাস যোজনার জন্য বরাদ্দ প্রায় সাড়ে ১০ কোটি টাকা এসেছে। প্রায় দু’হাজার বাড়ি তৈরির কাজ চলছে। ইতিমধ্যেই প্রায় এক হাজার উপভোক্তা পেয়ে গিয়েছেন এক লক্ষ টাকা। তবে, পুরসভা সূত্রে খবর, গতবছর বরাদ্দ কম আসায় বিপত্তি বাড়ে।

You May Also Like