এক হাজার কোটি টাকার প্রতারণার অভিযোগ

0 min read

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে হাজার কোটি টাকা সাইবার প্রতারণার তদন্তে সকাল থেকে কলকাতা শহরে এনফোর্সমেন্ট ডিরেক্টরের ম্যারাথন তল্লাশি।

ভুয়ো কল সেন্টার প্রতারণা মামলায় এদিন সাতসকালে কলকাতার বেনিয়াপুকুরের তাঁতিবাগান লেনের একটি বাড়িতে হানা দেন ইডি আধিকারিকরা। গত বছর শেষের দিকে কল সেন্টার প্রতারণা চক্রের কিংপিন কুণাল গুপ্তাকে গ্রেফতার করে গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

সেই কুণাল গুপ্তার ঘনিষ্ঠদের ঠিকানাতেই এবার তল্লাশি চালাচ্ছেন গোয়েন্দারা। দুর্নীতিতে এই শোয়েব আলমেরও যোগ রয়েছে বলে ধারণা গোয়েন্দারা। ধৃত কুণাল গুপ্তাকে জেরা করে তার একাধিক সহযোগীর সন্ধান মিলেছে। প্রসঙ্গত, প্রায় এক হাজার কোটি টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার হয়েছেন কুণাল।

You May Also Like