পানীয় জল সমস্যা সমাধানে ফুলবাড়ি এলাকায় তৈরি হতে চলেছে বিকল্প ইনটেক ওয়েল

1 min read

ফুলবাড়িতে তৈরি হবে বিকল্প ইনটেক ওয়েল। সেই প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতে সেচ ও PHE দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক সারলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। বৃহস্পতিবার দুপুরে পুরনিগমের প্রধান কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের পর মেয়র জানান, শহরের পানীয় জল সমস্যা সমাধানে ফুলবাড়ি এলাকায় বিকল্প ইনটেক ওয়েল তৈরি হবে। তার কাজ চলছে। চলতি মাসের ৯ তারিখ বাস্তুকর ও অন্যান্য আধিকারিকদের সঙ্গে নিয়ে তিনি ওই এলাকা পরিদর্শনে যাবেন বলে জানান। সেচ ও PHE দপ্তরের থেকে একটি বিস্তারিত রিপোর্ট তৈরি করা হবে। খুব দ্রুত এই কাজ শেষ করা হবে। এই ইনটেক ওয়েল তৈরি হলে শহরে পানীয় জল সরবরাহ করতে অনেকটা সুবিধে হবে বলে তিনি জানান।

You May Also Like