চাকরি বাতিলের নির্দেশ আরও ১,৯১১ জনের

1 min read

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। একের পর এক দুর্নীতি প্রকাশ্যে এসেছে। এই পরিস্থিতিতে অবিলম্বে ১,৯১১ জন গ্ৰুপডি কর্মীর সুপারিশপত্র প্রত্যাহার করতে হবে। এসএসসিকে নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের৷ তিনি বলেন, ‘‘আমার বিশ্বাস বেআইনি ভাবে দুর্নীতি করেই এই সব প্রার্থীদের সুপারিশ দেওয়া হয়েছিল।’’

নিয়োগ প্রক্রিয়ায় যে দুর্নীতি হয়েছিল, সে কথা স্বীকার করে নিয়েছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)৷ এসএসসি-র আইনজীবী আদালতে স্বীকার করে নেন যে, ১,৯১১ জন গ্ৰুপ-ডি প্রার্থীকে অন্যায় ভাবে নিয়োগ করা হয়েছিল। কমিশন তথ্য যাচাই করে আদালতে হলফনামা দিয়ে স্বীকার করে নেয়, ওই সব প্রার্থীর ওএমআর শিট-এ কারচুপি করা হয়েছে৷ নম্বর বাড়িয়েই তাঁদের চাকরির সুপারিশপত্র দেওয়া হয়৷

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশের অনতিবিলম্বে ওয়েব সাইটে বিজ্ঞপ্তি জারি করে ওই প্রার্থীদের সুপারিশ প্রত্যাহার করে নেয় এসএসসি। এ বার মধ্যশিক্ষা পর্ষদকে আইন মেনে ওই প্রার্থীদের চাকরি অবিলম্বে বাতিল করার নির্দেশ দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। শুধু তাই নয়, তাঁর নির্দেশ অনুযায়ী বেতনও বন্ধ করা হবে ওই প্রার্থীদের৷ এতদিন তাঁরা যে বেতন পেয়েছেন, সেই টাকাও ফেরত দিতে হবে মাসে মাসে। বেআইনি ভাবে কারচুপি যে হয়েছে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।

You May Also Like