নিসান ফর্মুলা ই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের রাউন্ড শুরু ১১ই

1 min read

১১ ফেব্রুয়ারি হায়দ্রাবাদে উদ্বোধন হবে নিসান ফর্মুলা ই টিম  ই-প্রিক্সের।  নিসান ফর্মুলা ই টিম  ২০২২/২৩ ABB FIA ফর্মুলা ই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের রাউন্ড ৪-এ প্রতিদ্বন্দ্বিতা করবে। কারণ এই প্রথম সিজন ৯ -এর ফর্মুলা ই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের চারটি নতুন ভেন্যুই রয়েছে ভারতে। 

ফর্মুলা ই প্রথমবার হায়দ্রাবাদে আসার সাথে সাথে ভারতীয় বাজারে একটি পরিবর্তনকে চিহ্নিত করবে। নিসান বৈদ্যুতিক গাড়ির প্রচারে ভারত সরকারের দৃষ্টিভঙ্গি শেয়ার করে। তাই এই ফর্মুলা ই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ নিসানের বিদ্যুতায়ন এবং শূন্য-নিঃসরণ যানবাহনের প্রতি প্রতিশ্রুতি প্রদর্শন করে।

উল্লেখ্য, ফর্মুলা ই ইভি প্রযুক্তির শীর্ষস্থানের প্রতিনিধিত্ব করে নিসান।বিশ্বব্যাপী গ্রাহক ও ক্রীড়া প্রেমীদের মধ্যে রোড-টু-ট্র্যাক ট্রান্সফারের মাধ্যমে ইভি / ইলেকট্রিক গাড়ির প্রতি আগ্রহ বাড়াতে নিসানের এই উদ্যোগ। সিজন ৯-এ রেসিং থেকে অর্জিত জ্ঞান নিসানের ট্র্যাক-টু-রোড স্থানান্তরকে আরও বেশি সমর্থন করবে।নিসান মোটরস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের প্রেসিডেন্ট ফ্রাঙ্ক টরেস বলেন, নিসান ০৪ হল আমাদের এখন পর্যন্ত সবচেয়ে দক্ষ রেসিং কার। যা আমাদের ইভি পাওয়ারট্রেন প্রযুক্তির ক্ষমতা এবং বিদ্যুতায়নে দক্ষতাকে তুলে ধরে৷

You May Also Like