IMDb-র তালিকায় ৯.৫ রেটিং পেয়ে শীর্ষে ‘অপরাজিত’

1 min read

পরিচালক অনীক দত্ত পরিচালিত ‘অপরাজিত’ ছবির মুকুটে জুড়ল নতুন পালক। জিতু কামাল ,সায়নী ঘোষ অভিনীত এই ছবি মুক্তির আগে থেকেই শিরোনামে থেকেছে। ভূয়সী প্রশংসা পেয়েছে ছবিটি, এবার সেই ছবিতে জুড়ল আরও একটা খেতাব। আইএমডিবিতে বিশ্বের সমস্ত সিনেমার মধ্যে ট্রেন্ডিং অনীক দত্ত পরিচালিত ‘অপরাজিত’।

IMDB-এর নিয়মানুযায়ী, যদি কোনও ছবি মুক্তির দু-তিন দিনের মধ্যে ২০০০ ভোট পেয়ে যায় তাহলে তা ট্রেন্ডিং লিস্টে চলে আসে। আর এবার সেই তালিকাতেই নিজের জায়গা করে নিল ‘অপরাজিত’। ‘অপরাজিত’ হল এই বছরের প্রথম বাংলা ছবি যা আইএমডিবি ওয়ার্ল্ড সিনেমার র‍্যাঙ্কিংয়েও নিজের জায়গা করে নিয়েছে। তালিকায় এই ছবির রেটিং ৯.৫। বক্স অফিসে সাফল্য পাওয়া ‘কেজিএফ: চ্যাপ্টার ২’-কেও পিছনে ফেলেছে এই ছবি।

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’ তৈরির প্রতিকূলতাকে পর্দায় ফুটিয়ে তুলেছেন অনীক দত্ত, কিংবদন্তি আর কিংবদন্তির সৃষ্টির গল্প সাদা কালো পর্দায় উপস্থাপিত হয়েছিল।সাধারনত বাঙালিরা সত্যজিতের আকর্ষণেই ছুটছেন প্রেক্ষাগৃহে। বাস্তবে রুপান্তরিত হয়েছে ‘অপরাজিত’-র সংলাপ।

You May Also Like