বেপরোয়া ট্রাকের ধাক্কায় মৃত্যু ASI, কনস্টেবলের

0 min read

বৃহস্পতিবার পথ দুর্ঘটনা সংক্রান্ত আইন সংশোধনের প্রতিবাদে ট্রাক চালকরা গোটা দেশজুড়ে বিক্ষোভ, অবরোধ ও ধর্মঘট কর্মসূচি পালন করছিলেন। ঠিক সেই সময় পুলিশের গাড়িতে এসে সজরে ধাক্কা মারে একটি বেপরোয়া ট্রাক। যার কারণে মৃত্যু হয় কর্তব্যরত ২ পুলিশ কর্মীর। ঘটনাটি ঘটেছে হাওড়ার বাগনানের বরুন্দায়। মৃত দুই পুলিশ কর্মীর নাম সুজয় দাস ও পলাশ সামন্ত।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুলিশ পেট্রোলিংয়ের গাড়িটি বরুন্দার কাছে বাগনানের দিকে ফেরার পথে পিছন থেকে এসে সজোরে ধাক্কা মেরে পালিয়ে যায় ট্রাকটি। ঘটনায় পুলিশের গাড়ির পিছনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এই দুর্ঘটনাটির খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয়রা তাঁরা এসে তৎক্ষণাৎ দুই পুলিশ কর্মীর দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

কিন্তু হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসকেরা সুজয় ও পলাশকে মৃত বলে ঘোষণা করা হয়। এছাড়াও আর দুই পুলিশ কর্মীর অবস্থা আশঙ্কাজনক। অন্যদিকে এই ২ পুলিশ কর্মীর মৃত্যুর ঘটনায় স্বাভাবিকভাবেই শোকের ছায়া নেমেছে তাঁদের পরিবারে।

You May Also Like