সরকারি কর্মচারীদের জন্য চিপকার্ড, নবান্নে বাড়ছে নিরাপত্তারক্ষী

1 min read

রাজ্য সরকারের প্রশাসনিক কার্যালয় হঠাৎ করে যাতে নবান্নে বহিরাগত কেউ ঢুকে পড়তে না পারে সেই কারণে নবান্নের সুরক্ষা ব্যবস্থাকে আরও আঁটসাঁট করা হল। এবার থেকে কোন সরকারি কর্মচারীদের মধ্যে কে, কার ঘরে ঢুকছে বা বেরচ্ছে, সেটার উপর সম্পূর্ণ ভাবে নজর রাখার জন্য নতুন চিপ কার্ড চালু করা হচ্ছে।

যেই কার্ড এবার থেকে সকল নবান্নের কর্মীদের  সাথে রাখতে হবে। আর সেটা নিয়েই নানা দফতরে যেতে হবে। এমনকী এক তলা থেকে আরেক  তলায় যাওয়ার উপরও থাকছে নিষেধাজ্ঞা।নবান্নের প্রত্যেক তলায় নিরাপত্তারক্ষীর সংখ্যা বাড়ানো হচ্ছে। অন্যদিকে সকল যে কোনও কর্মচারীর পরিচয়পত্র যাচাই করে দেখতে পারবেন নবান্নের নিরাপত্তাকর্মীরা।

আর এই শৃঙ্খলা যদি কেউ না মানে তাহলে তাঁদেরকে শাস্তির মুখে পড়তে হবে। গেট দিয়ে প্রবেশ করতেই যাবতীয় পরীক্ষা নিরিক্ষা করা হবে। সূত্রের খবর, নবান্নে সম্পূর্ণ ভাবে নিরাপত্তা থাকলেও নানা দফতর থেকে গুরুত্বপূর্ণ তথ্য বাইরে চলে যাচ্ছে। আর এই তথ্য বাইরে যাওয়ার পিছনে একাধিক কর্মীদের হাত আছে বলেই বলে মনে করা হচ্ছে। আর এই সমস্ত কিছুই ‘‌ম্যান মার্কিং’‌ করে আটকাতে চাইছে নবান্ন।

You May Also Like