হাজিরার নির্দেশ এলো প্রাক্তন শিক্ষামন্ত্রীর জন্য

1 min read

মন্ত্রী পদ বদল হলেও মামলা চলছে এখনো৷ এসসি নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ফের সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ আজ সন্ধে ৬টার মধ্যে নিজাম প্যালেসে  সিবিআই দফতরে হাজিরা দিতে হবে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে৷ এসএসসি নিয়োগ দুর্র্নীতি নিয়ে ডিভিশন বেঞ্চের নির্দেশের পরেই মামলাকারীর আইনজীবী ফিরদৌস শামিন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চে যান৷ এবং সেখানে গোটা বিষয়টি তনি আবারও উল্লেখ করেন৷ তার প্রেক্ষিতেই নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়৷ আজ সন্ধ্যা ৬টার মধ্যে সিবিআই-এর সামনে হাজিরা দিতে হবে তাঁকে৷

বুধবার বিচারপতি গঙ্গোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন, এই মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই-কে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে৷ এর আগে গত ১৩ এপ্রিল তাঁকে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল৷ সেই নির্দেশের উপর পাঁচ সপ্তাহের স্থগিতাদেশ দিয়েছিল ডিভিশন বেঞ্চ৷  আজ সেই স্থগিতাদেশ প্রত্যাহার করে নেওয়া হয়৷  সিঙ্গেল বেঞ্চের সমস্ত নির্দেশ বহাল রাখা হয়েছে৷  এর পরেই আইনজীবী ফিরদৌস শামিম অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চকে জানান, এই মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই জেরার যে নির্দেশ ছিল সেটা টাইম বাউন্ড৷ সেই সময় সীমান পেরিয়ে গিয়েছে৷ এই মুহূর্তে যে পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন, সেই পদক্ষেপ যেন গ্রহণ করা হয়৷

এসএসসি নিয়োগ দুর্নীতিতে মোট ৭টি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল৷  সেই সাতটি মামলার উপরেই এতদিন ডিভিশন বেঞ্চের স্থগিতাদেশ বহাল ছিল৷ সেই স্থগিতাদেশ আজ প্রত্যাহার করে নেওয়া হয়েছে৷ সেই সঙ্গে শান্তিপ্রসাদ সিনহা সহ উপদেষ্টা কমিটির পাঁচ সদস্যকেও বিকেল ৪টের মধ্যে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দিয়েছে হাই কোর্ট৷ তাঁদের হেফাজতে নেওয়ার প্রয়োজন রয়েছে কিনা, তা ঠিক করবে সিবিআই৷

You May Also Like