দলীয় কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান মমতার

1 min read

দলীয় কর্মীদের কড়া বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। মেদিনীপুর কলেজ ময়দানে পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের কর্মী সম্মেলনে নেতা–কর্মীদের উদ্দেশে মমতা বলেন, ‘‌মানুষের জন্য কাজ করুন। সকলের পাশে দাঁড়ান। যাঁরা মানুষের কাজ না করে নিজের কাজ করবেন, তাঁদের বলব, অনেক করেছেন। দয়া করে ঘরে বসে যান।’‌ দলীয় কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন মমতা। বলেছেন, ‘‌ব্লকে ব্লকে গিয়ে মিটিং করে সাধারণ মানুষের অভাব–অভিযোগের কথা শুনুন। জনসংযোগে জোর দিন।’‌  বুথ স্তরের কর্মীদের যে তিনি বাড়তি গুরুত্ব দিচ্ছেন, তা বুঝিয়ে দিয়েছেন মমতা। বলেন, ‘‌কোনও জেলায় প্রশাসনিক বৈঠক করতে গেলে এবার থেকে বুথ স্তরের কর্মীদের সঙ্গেও কথা বলব। যারা মাঠে বসে থাকে তাঁরা বড় কর্মী, যাঁরা মঞ্চে বসেন, তাঁরা নন। কাজের মধ্যে দিয়েই নেতা তৈরি হয়।’‌ মহিলাদের সামনের সারিতে আনার কথা আরও একবার জানিয়েছেন মমতা। এমনকি বলেও দিয়েছেন, ‘‌আমি নয় আমরা।এই স্লোগানে রাখুন বিশ্বাস।’‌

 

এদিকে, কর্মিসভায় ফের একবার বিজেপিকে আক্রমণ করেছেন মমতা। বলেছেন, ‘‌কেন্দ্র মানুষের পকেট লুট করছে, আর প্রতিবাদ করলেই হিন্দু–মুসলিম দাঙ্গা বাধিয়ে দেওয়া হচ্ছে।’‌ জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে রীতিমতো আক্রমণাত্মক মমতা। বলেছেন, ‘‌গ্যাসের দামের ঢেউ উঠছে ঠিক সমুদ্রের ঢেউয়ের মতো। একটা করে ঢেউ আসছে আর দাম চড়চড় করে বেড়ে যাচ্ছে। লুট, লুট, লুট হচ্ছে।’‌ ‌ওষুধের দাম বৃদ্ধি নিয়েও মোদি সরকারকে তুমুল আক্রমণ করেন মমতা। বলেন, ‘‌ওষুধ মানুষের প্রয়োজনীয় জিনিস। প্রায় সব মানুষ সুগার, প্রেশারের ওষুধ খান, তার দাম বাড়িয়ে দেওয়া হল। এই সরকার আসলে মানুষ মারার সরকার।’‌ কর্মিসভা থেকে এদিন ফের দিল্লি জয়ের হুঙ্কার ছাড়েন মমতা। পশ্চিম মেদিনীপুরকে ঢেলে সাজানোর জন্য একাধিক আশ্বাসও দেন মমতা।

 

 

You May Also Like