ভ্রুণ হত্যা নিয়ে সচেতনতা মূলক কর্মশালা কোচবিহারের ল্যান্সডাউন হলে

0 min read

মানব সমাজ যখন উন্নয়নের শীর্ষে। ঠিক সেই শীর্ষ চূড়ায় দাঁড়িয়ে আজও ভ্রূণ হত্যার মতো নিকৃষ্ট কাজ নির্দ্বিধায় করে চলেছে সমাজের কিছু অশুভ মানুষ।
এই পরিস্থিতিতে প্রশাসনের পক্ষ থেকে কঠোরভাবে তা দমন করার নিরন্তর চেষ্টা করে চলেছে অবিরাম। নানা ভাবে মানুষকে সচেতন করে তুলবার জন্য রাজ্য সরকারও একাধিক প্রতিষ্ঠা করে চলেছেন জেলায় জেলায়।

এই পরিস্থিতিতে এদিন কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান ল্যান্সডাউন হলে ভ্রুণ হত্যা এবং মানব জীবনের বর্বরোচিত অপরাধের বিরুদ্ধে একটি কর্মশালার আয়োজন করেছেন। এই কর্মশালার মাধ্যমে কোচবিহারের সমস্ত ডায়াগনস্টিক সেন্টারের কর্মীদের আহ্বান করেছিলেন। এই কর্মশালার মাধ্যমে তাদের বোঝাবার চেষ্টা করলেন বর্তমান পরিস্থিতিতে ভ্রুণ হত্যা রোধ করার জন্য তাদের কি কি করণীয় এবং তার সাথে সাথে তাদের সমাজের প্রতি দায়িত্ব এবং কর্তব্য কতটা।

এই বিষয়ে কোচবিহার জেলা শাসক পবন কাদিয়ান বলেন, ভ্রুণ হত্যা, মহিলা ভ্রুণ হত্যা ইত্যাদি বিষয়ে কি কি আইন রয়েছে এবং এর বিরুদ্ধে কি কি করণীয় আছে। কেন এই আইনটি অতি গুরুত্বপূর্ণ এই বিষয় নিয়ে কোচবিহার জেলার সমস্ত ডায়াগনস্টিক সেন্টার এর কর্মীদের নিয়ে একটি কর্মশালার আয়োজন করা হয়েছে।

মানব সমাজ যখন উন্নয়নের শীর্ষে। ঠিক সেই সময় সমাজে ভ্রূণ হত্যার মতো নৃশংস বর্বরোচিত অপরাধ ঘটে চলেছে সমজে। এই বিষয়ে সমাজের সমস্ত শ্রেণীর মানুষকে অবগত করা কতটা জরুরি তা আরো একবার প্রমাণ করে সরকার যখন আলাদাভাবে একটি কর্মশালার আয়োজন করেন তা দেখে। সমাজের বুদ্ধিজীবী মানুষ আশা করেন এইরকম কর্মশালা হয়তো সমাজকে এমন অপরাধ থেকে ধীরে ধীরে দূরে সরিয়ে আনবে।

You May Also Like