ওড়িশা সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ হল বন্ধন ব্যাংক

0 min read

বন্ধন ব্যাংক ওড়িশা সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার কথা ঘোষণা করল। এর উদ্দেশ্য হল ওড়িশা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের (ওটিডিসি) আর্থিক লেনদেন ব্যবস্থাকে মজবুত করায় সাহায্য করা। এজন্য বন্ধন ব্যাংক কিছু পয়েন্ট অফ সেল (পিওএস) মেশিন প্রদান করেছে, যাতে পর্যটকরা কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারেন। চুক্তি অনুসারে পিওএস মেশিনগুলি বসানো হচ্ছে পুরী, ভুবনেশ্বর, কোনারক, চিলকা ও গোপালপুরের মতো বিশেষ এলাকাগুলিতে।

পিওএস মেশিনগুলির সাহায্য পর্যটকদের কাছ থেকে পেমেন্ট সংগ্রহ করার কাজ সহজ হবে, আর তার ফলে ওটিডিসি’র আয় হ্রাসের আশঙ্কা কমে যাবে, কারণ পর্যটকদের কাছে নগদ অর্থ বেশি না থাকার কারণে পেমেন্টের ক্ষেত্রে সমস্যা দেখা দেয়। বন্ধন ব্যাংকের হেড (রিটেল ব্যাংকিং) শান্তনু সেনগুপ্ত জানান, অনেক বছর ধরেই ওড়িশা তাদের কাছে গুরুত্বপূর্ণ অঞ্চল। এই রাজ্যের পর্যটকদের জন্য সহজ পেমেন্ট ব্যবস্থা চালু করার ব্যাপারে ওড়িশা সরকারের সঙ্গে সহযোগিতা করতে পেরে তারা আনন্দিত।

উল্লেখ্য, ওড়িশায় বর্তমানে বন্ধন ব্যাংকের প্রায় ১৫০টি ব্যাংকিং আউটলেট রয়েছে। দেশের ৩৪টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ৬১০০টিরও বেশি ব্যাংকিং আউটলেটের মাধ্যমে ৩ কোটিরও বেশি গ্রাহকের সেবায় নিয়োজিত রয়েছে বন্ধন ব্যাংক।

You May Also Like