হাইপারটেনশন নিয়ে অজ্ঞতা হ্রাসে গ্লেনমার্ক ও ওমরনের উদ্যোগ

1 min read

বাড়িতে ১৮ বছর বয়স থেকে ব্লাড প্রেসার মাপার ব্যাপারে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালস লিমিটেড হাত মিলিয়েছে ওমরন হেলথকেয়ার ইন্ডিয়ার সঙ্গে। গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালস লিমিটেড হল এক অগ্রণী ‘ইন্টিগ্রেটেড রিসার্চ-লেড গ্লোবাল ফার্মাসিউটিক্যাল কোম্পানি’ এবং ওমরন হেলথকেয়ার ইন্ডিয়া হল জাপানের ‘গ্লোবাল লিডার ইন হোম ব্লাড প্রেসার মনিটরিং অ্যান্ড সলিউশন্স ফর কার্ডিয়োভাস্কুলার ডিজিজ ম্যানেজমেন্ট’-এর ভারতীয় শাখা।

ব্লাড প্রেসার পর্যবেক্ষণ শুরু করার বয়সের ব্যাপারে সঠিক কোনও নির্দেশিকা না থাকায় বিষয়টি প্রায়শই অবহেলিত থাকে আর তারফলে অনেকেই হাইপারটেনশন সংক্রান্ত জটিলতার বিপদের মুখে পড়েন। এই সমস্যার মোকাবিলায় গ্লেনমার্ক ভারতের ৯৪ জন কার্ডিয়োলজিস্টের সঙ্গে আলোচনা করেছে এবং এই সিদ্ধান্তে পৌঁছেছে যে ১৮ বছর বয়স হল ব্লাড প্রেসারের দিকে লক্ষ্য রাখা শুরু করার আদর্শ বয়স।

গ্লেনমার্ক ও ওমরন হেলথকেয়ার ইন্ডিয়ার সহযোগিতার নামকরণ করা হয়েছে ‘টেক চার্জ @ ১৮’। এর উদ্দেশ্য হল সচেতনতা বৃদ্ধি করা। এজন্য প্রতিটি বিক্রিত ওমরন ব্লাড প্রেসার মনিটরের সঙ্গে একটি ‘ইনলে কার্ড’ থাকবে, যার দ্বারা ১৮ বছর বয়স থেকে ব্লাড প্রেসার স্ক্রিনিংয়ের গুরুত্ব প্রচারিত হবে। এই সচেতনতা অভিযান প্রায় ৯২০০০ হেলথকেয়ার প্রফেশনালের কাছে পৌঁছে যাবে। ‘টেক চার্জ @ ১৮’-এর মাধ্যমে হাইপারটেনশনের বিরুদ্ধে গ্লেনমার্কের লড়াইয়ের বার্তা প্রচারিত হবে এবং সেইসঙ্গে ওমরনের ‘গোয়িং ফর জিরো’ নীতিরও প্রচার হবে, যার উদ্দেশ্য হল হাইপারটেনশন সংক্রান্ত ঘটনা হ্রাস করা যাতে ‘জিরো হার্ট অ্যাটাক’ ও ‘জিরো ব্রেন স্ট্রোক’ নিশ্চিত করা যায়। কমবয়স থেকেই নিয়মিত ব্লাড প্রেসার মনিটরিং করা হলে সুদূরপ্রসারী ফল পাওয়া সম্ভব অর্থাৎ এর মাধ্যমে অদূর ভবিষ্যতের কার্ডিয়োভাস্কুলার রোগ নিয়ন্ত্রণ করা যেতে পারে।

You May Also Like