বড়ো ঘোষণা সরকারি কর্মচারীদের জন্য

1 min read

নতুন ঘোষণা, কেন্দ্র সরকারের সম্মতিতে আসন্ন কালী পূজার আগে এলো বড় খুশির খবর। রাজ্য সরকারের তরফে ঘোষণা করা হয়েছে গত অথবর্ষে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের (ইপিএফ) ক্ষেত্রে ৮.৫ শতাংশ সুদের হারে সবুজ সংকেত দিয়েছে কেন্দ্র৷ এই ঘোষণা হয়েছে রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য৷ দীপাবলির আগে স্বস্তিতে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের (ইপিএফও) গ্রাহকরা। ইপিএফের সুদের হার কত রাখা হবে সে বিষয়ে চলতি বছরের মার্চে সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় শ্রমমন্ত্রীর নেতৃত্বাধীন ইপিএফওয়ের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টি (সিবিটি)৷

প্রাক্তন শ্রমমন্ত্রী সন্তোষ গাঙ্গোয়ারের নেতৃত্বে অছি পরিষদের (সেন্ট্রাল বোর্ড অব ট্রাস্টি) সম্প্রতি একটি বৈঠক করে৷ ওই বৈঠকেই সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল উল্লেখিত অর্থবর্ষে পিএফ-এর আমানতের উপর ৮.৫ শতাংশ হারে সুদ দেওয়া হবে। শেয়ার বাজার এবং ঋণপত্রে আশাব্যঞ্জক বিনিয়োগ হওয়ায় সরকার সহজেই এই পদক্ষেপ করতে পেরেছে৷ 

‘২০২০-২১ অর্থবর্ষে ইপিএফের উপর সুদে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। এবার তা পাঁচ কোটির বেশি গ্রাহকের অ্যাকাউন্টে জমা পড়ে যাবে।’ প্রভিডেন্ট ফান্ডের জমা আমানতে ৮.৫ শতাংশ হারেই সুদ মিলবে। কোনও কাটছাঁট করা হচ্ছে না। এর আগে বৈঠকে ২০২০-২১ অর্থবর্ষে ৮.৫ শতাংশ হারে সুদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র। এ দিনের সিদ্ধান্তে কিছুটা স্বস্তি পিএফও-র ৫ কোটি উপভোক্তা

You May Also Like