বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে

1 min read

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। এবার আরো সস্তায় ট্রেনে চড়ার সুযোগ করে দিল ভারতীয় রেল। যাত্রীদের দীর্ঘদিনের দাবি মেনে বাংলার এই রুটে বিপুল পরিমাণ টিকিটের দাম কমানো হল।

৩০ টাকা থেকে কমে কাটোয়া আহমেদপুর রুটের ভাড়া হয়েছে ১০ টাকা। অন্যদিকে, কাটোয়া-আহমেদপুর রুটে একটি নতুন ট্রেন পথ চলা শুরু করেছে গত রবিবার থেকে। এতদিন এই রুটে সারা দিনে মাত্র একটি ট্রেন চলত। এবার থেকে দুটি ট্রেন চলাচল শুরু করল এই রুটে।

নতুন এই ট্রেনটি কাটোয়া থেকে ছাড়ে সকাল ১০টা ৫৫ মিনিটে, এবং এটি আহমেদপুর পৌঁছয় দুপুর সাড়ে বারোটায়। ফেরার সময় ১২টা ৫০ মিনিটে ছেড়ে ট্রেনটি কাটোয়া প্রবেশ করে বিকেল ৪টে ২০ মিনিটে। যাত্রাপথে এই ট্রেন ১৪টি স্টেশনে স্টপেজ দেয়। পূর্ব রেল জানিয়েছে, ট্রেনের ভাড়া কমানো হয়েছে কাটোয়া-আহমেদপুর শাখায়।

You May Also Like