বড় নির্দেশ, দমকলের নিয়োগে স্থগিতাদেশ জারি

1 min read

নিয়োগে দুর্নীতির অভিযোগে জর্জরিত রাজ্য সরকার। এরই মধ্যে একাধিক ক্ষেত্রে নিয়োগে দুর্নীতি নিয়ে কলকাতা হাইকোর্ট অনেক গুরুত্বপূর্ণ রায় দিয়েছে। বিভিন্ন সময়ে স্থগিতাদেশও জারি করেছে। এবার দমকলের নিয়োগে স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। আগের প্যানেল অনুযায়ী আপাতত দমকলে ফায়ার অপারেটর নিয়োগ নয়, স্পষ্ট নির্দেশ দিয়েছে আদালত।

এদিন জানান হয়েছে, কলকাতা হাইকোর্টের গাইডলাইন মেনে পিএসসিকে পুনর্বিবেচনা করতে হবে এবং সেই কাজ শেষ করতে হবে আগামী দু’মাসের মধ্যে। আসলে এই নিয়োগ নিয়ে অভিযোগ উঠেছিল যে, সার্টিফিকেট নেই এমন ব্যক্তিও চাকরি পেয়েছে। আবার সংরক্ষিত কোটাতেও দুর্নীতি হয়েছে বলে দাবি করা হয়েছে। সেই অভিযোগের প্রেক্ষিতেই আপাতত স্থগিতাদেশের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ।

২০১৮ সালের জুন মাসে ১ হাজার ৫০০ জন ফায়ার অপারেটর নিয়োগ নিয়ে বিজ্ঞপ্তি জারি হয়েছিল। সেই সময়ই অভিযোগ ওঠে, সার্টিফিকেট নেই ব্যক্তিও (স্পোর্টস কোটায়) চাকরি পেয়েছে। আবার সংরক্ষিত কোটাতেও দুর্নীতি আছে। এই কোটায় সাধারণ উপজাতিও চাকরি পেয়েছে। এখন এই ঘটনায় নয়া মোড়।

You May Also Like