ইডির তরফে বড় পদক্ষেপ সন্দেশখালি মামলায়

1 min read

বেশ কিছুদিন ধরে আলোচনার শিরোনামে সন্দেশখালি। রাজ্য রাজনীতিতেও কিছুটা প্রভাব ফেলেছে এই মামলা। এবার এই মামলায় বড় পদক্ষেপ। বিতাড়িত তৃণমূল নেতা শেখ শাহজাহানকে সম্প্রতি হেফাজতে নিয়েছে ইডি। আর এবার সন্দেশখালি কাণ্ডের মূল অভিযুক্তর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘ফ্রিজ়’ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

শাহজাহানের একটি ব্যক্তিগত অ্যাকাউন্টের যাবতীয় আর্থিক লেনদেন বন্ধ করতে চেয়ে সংশ্লিষ্ট ব্যাঙ্ক কর্তৃপক্ষকে চিঠি দিয়েছিল ইডি। পাশাপাশি মৎস ব্যবসায়ী শাহজাহানের মাছ ব্যবসা সংক্রান্ত সংস্থা ‘মেজার্স শেখ সাবিনা ফিশ সাপ্লাই ওনলি’-র একটি অ্যাকাউন্টও ফ্রিজ় করা হয়েছে।

শাহজাহান শেখের একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিস মিলেছে। যার মাধ্যমে ১৩৭ কোটি টাকার লেনদেনের তথ্য প্রাথমিকভাবে ইডির হাতে এসেছে। পাশাপাশি অভিযুক্তর প্রায় ১৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বর্তমানে ইডির স্ক্যানারে। সেই সমস্ত অ্যাকাউন্টের লেনদেনও খতিয়ে দেখছে তদন্তকারীরা।

You May Also Like