স্বাস্থ্যসেবার সমাধান নিয়ে ব্যাতিক্রম মাসডো-এর কনক্লেভের আয়োজন

1 min read

আসামের খ্যাতনামা সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ব্যাতিক্রম মাসডো। সংস্থাটি ২১ এপ্রিল রবিবার সকাল ৯টায় বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত ঢাকা ক্লাবে ‘মেডিকেল ট্যুরিজম কনক্লেভ’-এর আয়োজন করতে চলেছে। এই কনক্লেভের লক্ষ্য পূর্ব ভারত ও বাংলাদেশের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলির মধ্যে সহযোগিতা বৃদ্ধি করা, চিকিৎসার সুযোগ তৈরি করা এবং দুই অঞ্চল জুড়ে স্বাস্থ্যসেবার সমাধান প্রচার করা। এই ইভেন্টের সহযোগিতায় থাকবে বাংলাদেশের গুয়াহাটি, আসামের সহকারী হাই কমিশনার, ফ্রেন্ডস অফ বাংলাদেশ, সম্প্রীতি বাংলাদেশ, রাধানি গ্রুপ, টেকনো ইন্ডিয়া গ্রুপের সহযোগিতায় পিয়ারলেস হাসপাতাল, সিকে বিড়লা হাসপাতাল, সিএমআরআই-কলকাতা, ইনস্টিটিউট অফ ইউরোলজি অ্যান্ড কিডনি ডিজিজেস, ডেন্টাল পয়েন্টস এবং ইমপ্লান্ট সেন্টার, জীবন জ্যোতি হেলথ কেয়ার অ্যান্ড রিসার্চ প্রাইভেট লিমিটেড এবং উজু হেলথ।        

এই কনক্লেভে অতিথিদের মধ্যে উপস্থিত থাকবেন ডঃ মহিবুল ইসলাম, সার্জন; ডঃ অরূপ কুমার নাথ, ইউরোলজিস্ট; ডঃ সবুর উদ্দিন আহমেদ, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট; ডঃ সাজিদুল মজুমদার, কনসালটেন্ট ইউরোলজিস্ট; ডঃ সৈয়দ আশিফ আহমেদ, ডেন্টিস্ট; প্রফেসর ডঃ মামুন আল মাহতাব (স্বপ্নিল), হেপাটোলজিস্ট; ডঃ মোস্তফা আহমেদ সরকার, ল্যাপারোস্কোপিক এবং এন্ডোস্কোপিক সার্জন; অধ্যাপক ডঃ মাহবুবুর রহমান, হৃদরোগ বিশেষজ্ঞ সহ বিশিষ্ট সার্জন ও গবেষকেরা।

এই কনক্লেভ সম্পর্কে ব্যাতিক্রম মাসডো-এর সভাপতি ডঃ সৌমেন ভারতীয়া জানিয়েছেন, “আমরা শুরু থেকেই জনকল্যাণ, শিক্ষা সুবিধা ও সাংস্কৃতিক উন্নয়নের মতো সামাজিক বিষয়ে কাজ করে চলেছি। গত ১০ বছর থেকে, আমরা বাংলাদেশের সাথে অনেক সামাজিক-সাংস্কৃতিক কার্যক্রম করে আসছি। বাংলাদেশে এই বছর প্রথম আমরা আয়োজন করছি ‘ব্যাতিক্রম মেডিকেল ট্যুরিজম কনক্লেভ’। আমরা বিশ্বাস করি যে এই অনুষ্ঠানটি দুই দেশের মধ্যে একটি সুসম্পর্ক গড়ে তুলবে।”

You May Also Like