সাইট ফর কিডসের ২০ বছর উদযাপন

1 min read

জনসন অ্যান্ড জনসন ভিশন এবং লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন তাদের ‘সাইট ফর কিডস’-এর ২০ বছর উদযাপন করছে।  এই  উপলক্ষে জনসন অ্যান্ড জনসন ভিশন এবং লায়ন্স ক্লাবের যৌথ উদ্যোগে কলকাতায় এক চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করেছে।  

২০০২ সালে জনসন অ্যান্ড জনসন ভিশন এবং লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় সাইট ফর কিডসের লক্ষ্য হল নিম্ন-আয়ের এবং সুবিধাবঞ্চিত সম্প্রদায়ের শিশুদের জন্য সঠিক চক্ষু স্বাস্থ্য পরিষেবা প্রদান করা। এই লক্ষ্য পূরণের উদ্দেশ্যে সম্প্রতি লায়ন্স সাফারি পার্ক এবং কলকাতা বৃহত্তর বিদ্যা মন্দির স্কুলে দুই দিনব্যাপী প্রায় ৫০০ শিশুর জন্য  চোখের স্ক্রিনিংয়ের করা হয়।

বিগত ২০ বছর ধরে সাইট ফর কিডস প্রোগ্রামটি বিশ্বব্যাপী প্রায়  ৬০০,০০০ শিশুকে চোখের স্বাস্থ্যের চিকিৎসা প্রদান করেছে। ভারতে, একটি সম্প্রদায় এবং একটি স্কুল-ভিত্তিক মডেলের মাধ্যমে, প্রায় ৩৭ মিলিয়ন শিশুর দৃষ্টি মূল্যায়নের সুবিধা দিয়েছে সাইট ফর কিডস ৷ভিশন কেয়ার ইন্ডিয়ার বিজনেস ইউনিট ডিরেক্টর, জনসন অ্যান্ড জনসন ভিশন, টিনি সেনগুপ্ত বলেন, সাইট ফর কিডসের মাধ্যমে বিনামূল্যে পরিষেবা দেওয়াই নয় চোখের রোগ শনাক্ত করার জন্য  শিক্ষকদের প্রশিক্ষণও দেওয়া হয়।

You May Also Like