ক্যানসার নিয়ে বড় ঘোষণা ইংল্যান্ডের

1 min read

বিশ্বের মধ্যে একাধিক মারণ রোগ আছে। এই মারণ রোগগুলির কথা উঠলেই আগেই মনে পরে ক্যানসারের কথা। এটি একটি এমন রোগ যার জেরে প্রতি বছর হাজার হাজার মানুষ প্রাণ হারায়। তবে, এই আবহেই একটি ভালো খবর। জানা গিয়েছে, এবার ইংল্যান্ড শীঘ্রই ক্যানসার রোগীদের সাত মিনিটের চিকিৎসা শুরু করতে চলেছে।

ব্রিটেনের সরকার-চালিত ন্যাশনাল হেলথ সার্ভিস হবে বিশ্বের প্রথম এজেন্সি যারা ইংল্যান্ডে শত শত রোগীকে ক্যানসার চিকিৎসার ইনজেকশন দেবে। যার ফলে এটি সামগ্রিকভাবে চিকিৎসার সময়কে তিন-চতুর্থাংশ পর্যন্ত কমাতে পারে। ইতিমধ্যেই বিষয়টি ব্রিটিশ মেডিসিনস অ্যান্ড হেলথ কেয়ার প্রোডাক্টস রেগুলেটরি এজেন্সি দ্বারা অনুমোদন পেয়েছে।

ইমিউনোথেরাপি এটিজোলিজুমাব দিয়ে চিকিৎসা করা রোগীদের ত্বকের নিচে ইনজেকশন দেওয়া হবে। এটি ক্যানসারের চিকিৎসায় আরও ভালো ফলাফল এবং সময় হ্রাসের দিকে পরিচালিত করবে। এত দিন শিরার মাধ্যমে রোগীর দেহে ওষুধ পৌঁছানোর ক্ষেত্রে প্রায় ৩০ মিনিট থেকে এক ঘণ্টা পর্যন্ত সময় লাগত।

You May Also Like