অবশেষে ঘোষিত হলো সময়, আগামী মাস থেকেই বর্ধিত টাকা ঢুকবে অ্যাকাউন্টে

1 min read

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। যার মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার অন্যতম। এর মাধ্যমে পশ্চিমবঙ্গের প্রায় ২ কোটি মহিলা উপকৃত হন।

২০২৪-২৫ বর্ষের বাজেটর সময়ই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। অবশেষে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিন হল কবে থেকে অ্যাকাউন্টে ঢুকবে এই বর্ধিত টাকা।

এতদিন অবধি এই প্রকল্পে সাধারণ শ্রেণির মহিলারা মাসিক ৫০০ টাকা এবং তপশিলি জাতি এবং উপজাতি শ্রেণির মহিলারা ১০০০ টাকা করে পেতেন। তবে আগামী এপ্রিল থেকে ভাতা বৃদ্ধির ফলে সাধারণ শ্রেণির মহিলারা ৫০০ টাকার বদলে ১০০০ টাকা করে পাবেন। একইরকমভাবে তপশিলি জাতি এবং উপজাতির মহিলারা ১০০০ টাকার পরিবর্তে এবার ১২০০ টাকা করে পাবেন তাঁরা।

You May Also Like