খাজুরাহোতে শুরু হল CWG-র প্রথম সভা

1 min read

বৃহস্পতিবার থেক খাজুরাহোতে শুরু হল কালচার ওয়ার্কিং গ্রুপের (CWG) প্রথম সভা। এই সভা  চলবে ২৫ ফেব্রুয়ারী পর্যন্ত। উল্লখ্য এই সভায় অগ্রাধিকার ভিত্তিতে মূলত চারটি বিষয়ের উপর ফোকাস করা হয় — ‘সাংস্কৃতিক সম্পত্তির সুরক্ষা এবং পুনরুদ্ধার’, ‘সাংস্কৃতিক ও সৃজনশীল শিল্প এবং সৃজনশীল অর্থনীতির প্রচার’, ‘মজবুত ভবিষ্যতের জন্য জীবন্ত ঐতিহ্যের ব্যবহার’ এবং ‘সংস্কৃতির সুরক্ষা ও প্রচারের জন্য  ডিজিটাল প্রযুক্তির ব্যবহার’।

এই অগ্রাধিকারগুলির সাথে আরও কিছু সুবিধা যুক্ত করার জন্য,  CWG সাংস্কৃতিক প্রকল্পগুলির একটি শক্তিশালী যেমন প্রদর্শনী, সিম্পোজিয়াম, সেমিনার, আর্ট রেসিডেন্সি এবং ওয়ার্কশপ ইত্যাদি তৈরি করেছে।

সংস্কৃতি মন্ত্রকের মতে, ভারতের G20 প্রেসিডেন্সির অধীনে CWG-এর চারটি বৈঠক হবে। খাজুরাহো ছাড়াও, ভুবনেশ্বর এবং হাম্পিতেও সভা হবে। তবে  চূড়ান্ত  স্থান  এখনও ঠিক করা হয়নি।

You May Also Like