সকল ক্রিকেটপ্রেমীদের জন্য শনিবার ভারত-পাকিস্তান ম্যাচের আগেই খুশির খবর  

1 min read

শনিবার আমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শুরু হতে চলেছে ভারত-পাকিস্তান ম্যাচ।সেই ম্যাচের আগে খুশির খবর পেলেন সমর্থকেরা। শুক্রবার গুজরাতের আবহাওয়া দফতরের পক্ষ থেকে বৃষ্টির আশঙ্কার কথা জানানো হয়েছিল।  কিন্তু শনিবার তাতে বদল হয়েছে। ভারত-পাকিস্তান ম্যাচের সময় বৃষ্টির সম্ভাবনা নেই।আকাশ পরিষ্কার থাকবে বলেই জানিয়েছেন তাঁরা।

বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ শুরু  হতে চলেছে দুপুর ২টা থেকে।তার আগে দুপুর ১২.৩০ থেকে রয়েছে অনুষ্ঠান। সেখানে গান গাইবেন অরিজিৎ সিংহ।থাকবেন আরও অনেকেই। তবে বৃষ্টির হলে সেই সব কিছুই ভেস্তে যেতে পারত।কিন্তু আবহাওয়া দফতর  আগের দিন বৃষ্টির হওয়ার কথা জানালেও এদিন তাতে বদল হয়েছে। শনিবার প্রায় বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন আবহাওয়া দফতর। এবং আগামী ৪৮ ঘণ্টায় আমদাবাদে কোন বৃষ্টির সম্ভাবনা নেই। তাই ভারত-পাকিস্তান ম্যাচ নির্বিঘ্নে উপভোগ করতে পারবেন দর্শকেরা।

নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অসংখ্য মানুষ শনিবার খেলা দেখতে যাবেন। এছাড়াও সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে বলে জানানো হয়েছে। শনিবার স্টার স্পোর্টসের বিভিন্ন টিভি চ্যানেলে দেখা যাবে সেই ম্যাচ। মোবাইলেও হটস্টার অ্যাপে বিনামূল্যে ম্যাচ দেখতে পারবেন সকলে।

You May Also Like