রাজ্যবাসীদের জন্য সুখবর, বিনামূল্যে জমি দেবে সরকার

0 min read

বিগত বেশ কিছু বছরে জন সাধারণের স্বার্থে রাজ্য সরকারের তরফে একের পর এক প্রকল্প ঘোষণা করা হয়েছে। এমতাবস্থায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যে চালু হয়েছে এমন একটি প্রকল্প যেটির মাধ্যমে রাজ্যবাসীদের সরাসরি ৫ শতক করে জমি দেওয়ার উদ্যোগ শুরু করা হয়েছে সরকারের তরফে। প্রকল্পটির নাম হল নিজ গৃহ নিজ ভূমি প্রকল্প।

এই প্রকল্পের মাধ্যমে রাজ্যবাসীদের সরকারের তরফে ৫ শতক করে জমি দেওয়া হয়। এই প্রকল্পে আবেদন করতে হলে আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। যেসমস্ত মানুষ দরিদ্র ও নিম্নবিত্ত সম্প্রদায়ের, পাশাপাশি যাদের ঘরবাড়ির সমস্যা রয়েছে তাঁদেরকে লক্ষ্য করেই এই প্রকল্প শুরু করা হয়। এই প্রকল্পে আবেদন করতে হলে আবেদনকারীর বয়স ১৮ বছরের বেশি হতে হবে।

এছাড়া, আবেদনকারীকে অবশ্যই মৎস্য চাষ, কৃষিকাজ, পশুপালন বা এই ধরণের যেকোনো কাজের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত থাকতে হবে। এখানে আবেদন করার জন্য কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। নিজ গৃহ নিজ ভূমি প্রকল্পে আবেদনের প্রক্রিয়া সম্পন্ন হয় সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে।

You May Also Like