মশা তাড়াতে জিসিপিএল-এর গুডনাইট মিনি লিকুইড ও নো-গ্যাস স্প্রে

1 min read

গোদরেজ কনজ্যুমার প্রোডাক্টস লিমিটেড (জিসিপিএল) দ্বারা দুটি স্বদেশী প্রোডাক্ট উদ্ভাবনের মাধ্যমে মশাবাহিত রোগের বিরুদ্ধে বিশ্বব্যাপী লড়াইয়ে ভারত একটি বিশেষ স্থান দখল করেছে।  জিসিপিএল-এর এই প্রোডাক্ট দুটি হল গুডনাইট মিনি লিকুইড এবং এইচআইটি নো-গ্যাস স্প্রে। যা ফোর্টিস হাসপাতাল নয়ডায় ন্যাশনাল সেন্টার ফর ভেক্টর বোর্ন ডিজিজেস কন্ট্রোল, ম্যালেরিয়া নো মোর ইন্ডিয়ার বিশেষজ্ঞদের উপস্থিতিতে লঞ্চ করা হয়। 

অনিয়ন্ত্রিত উচ্চ ধোঁয়া যুক্ত ধূপকাঠির ব্যবহার বন্ধ করতে এবং  নিম্ন আয়ের গ্রাহকদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে জিসিপিএল-এর এই ব্র্যান্ডেড গুডনাইট মিনি লিকুইড এবং এইচআইটি নো-গ্যাস স্প্রে। যা গ্রাহকদের মশা থেকে ধোঁয়ামুক্ত সুরক্ষা প্রদান  করবে । কারণ এই অনিয়ন্ত্রিত ধূপকাঠিগুলি ব্যবহারে ব্রঙ্কাইটিস, হাঁপানি, প্রতিক্রিয়াশীল শ্বাসনালীর রোগ দেখা দিতে পারে।   জিসিপিএল-এর গুডনাইটের এই প্রোডাক্ট দুটি মাত্র  (Repellent Machine + Refill) ৫০ টাকা এবং ৩৫ টাকায় রিফিল করা হয়েছে।

জিসিপিএল-এর এমডি এবং সিইও সুধীর সীতাপতি বলেন,  গুডনাইট মিনি এবং এইচআইটি নো-গ্যাস স্প্রে চালু করতে পেরে গর্বিত। এটি তরল প্রতিরোধক এবং স্প্রে বিভাগের খরচ ৫০%   কমিয়ে আনে।

You May Also Like