ক্যাম্প করে এবার শপিং মল সহ বাজারের কর্মীদের আগুন নেভানোর প্রশিক্ষণ দিলেন দমকল বিভাগের কর্মীরা। কোথাও হঠাৎ করে আগুন ধরে গেলে চটজলদি কিভাবে তা নেভাতে হবে তা নিয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। গত কয়েকমাস ধরেই জলপাইগুড়ির বিভিন্ন হাসপাতাল ও সরকারি দপ্তরগুলোতে আগুন নেভানোর প্রশিক্ষণ দিয়ে আসছেন জলপাইগুড়ির দমকল বিভাগের কর্মীরা। এবার জলপাইগুড়ি শহরের কদমতলা এলাকায় শপিং মলে কর্মরত কর্মীদের নিয়ে একটি শিবির করে আগুন নেভানোর কৌশল শেখানো হয়। হঠাৎ কোথাও আগুন লেগে গেলে দমকল বাহিনী আসার আগেই কিভাবে আগুন নেভাতে হবে তা হাতে কলমে শেখানো হয়। এছাড়াও শপিং মলগুলোতে আগুন নেভানোর জিনিসপত্র ঠিকমতো রয়েছে কিনা তাও খতিয়ে দেখেন দমকল বিভাগের কর্মীরা।