লটারি টিকিট কেটে রাতারাতি কোটিপতি হলেন গোসানিমারীর বাপ্পা

0 min read

লটারি টিকিট কেটে রাতারাতি কোটিপতি হলেন গোসানিমারীর বড় নাটাবাড়ি মাল্লির হাট এলাকার এক ব্যক্তি, নিরাপত্তার স্বার্থে মঙ্গলবার রাতেই দিনহাটা থানার দ্বারস্থ হলেন তিনি।
কখন যে কার লক্ষী লাভ হয় সেটা বলা মুশকিল, মাত্র ৩০০ টাকা দিয়ে লটারি টিকিট কেটে রাতারাতি কোটিপতি হলেন বাপ্পা আলী। পেশায় তিনি খালাসীর কাজ করেন। কিন্তু এভাবে তার ভাগ্য বদলে যাবে তিনি কখনোই তা ভাবতে পারেননি। জানা যায় , এদিন বিকেল নাগাদ স্থানীয় একটি লটারি দোকান থেকে ৩০০ টাকা দিয়ে লটারির টিকিট কেনেন তিনি। রাতে টিকিট মিলাতেই তার চক্ষু চরক গাছ, ফলাফলের নাম্বারের সঙ্গে তার লটারির টিকিটের নাম্বার মিলে গেছে। অর্থাৎ লটারিতে প্রথম পুরস্কার পেয়েছেন তিনি। খুশিতে আত্মহারা হয়ে যান ওই ব্যক্তি। এরপর বিন্দু মাত্র দেরি না করে বিষয়টি স্থানীয়দের জানানোর পরেই এলাকাবাসীদের সাথে নিয়ে নিরাপত্তার জন্য ছুটে আসেন দিনহাটা থানায়। পুলিশ প্রশাসনকে গোটা বিষয়টি জানিয়েছেন তিনি। গ্রামের বাসিন্দা বাপ্পা লটারিতে কোটিপতি হওয়ায় খুশির হাওয়া ছড়িয়েছে গোসানিমারি এলাকা জুড়ে।

You May Also Like