ভারতের বিশ্বকাপ দলে জায়গা পেলো ডানহাতি স্পিনার রবিচন্দ্রন অশ্বিন       

1 min read

এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে গুরুতর  চোট পেয়ে দল থেকে ছিটকে যান অক্ষর প্যাটেল।বিশ্বকাপের আগে অক্ষরের চোট সারবে না বলে জানা গিয়েছে। সেই কারণে তার পরিবর্তে দলে নেওয়া হল অশ্বিনকে। কুলদীপ যাদব এবং রবীন্দ্র জাডেজার সঙ্গে তৃতীয় স্পিনার হিসাবে দলে এলেন অশ্বিন।এশিয়া কাপের দলে ছিলেন না তিনি।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে তাঁকে দলে নেওয়া হয়। দেড় বছর পর এক দিনের দলে ফেরানো হয় তাঁকে। অশ্বিন সেই সিরিজ়ে চারটি উইকেট নেন। দ্বিতীয় এক দিনের ম্যাচে তিন উইকেট নিয়েছিলেন তিনি। অশ্বিনকে তার পর দলে নেওয়ার জন্য দাবি উঠতে শুরু করে। একই ধরনের তিন জন স্পিনারকে বিশ্বকাপের দলে রাখা নিয়েও প্রশ্ন উঠছিল। অক্ষরের জায়গায় অশ্বিনকে ১৫ জনের দলে নেওয়ায় সমর্থকেরা খুশিই হবেন। নিজেকে প্রমাণ করেও ভাগ্যের বিড়ম্বনায় বারবারই গুরুত্বপূর্ণ সিরিজে দল থেকে বাদ পড়েন অশ্বিন। তবে অবশেষে অক্ষরের চোটে  ভাগ্যের চাকা ঘুরল অশ্বিনের।

ভারতীয় দল –  রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, হার্দিক পাণ্ডিয়া, শুভমন গিল, শ্রেয়স আয়ার,  সূর্যকুমার যাদব, ঈশান কিশন, শার্দূল ঠাকুর, রবীন্দ্র জাডেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, মহম্মদ শামি, যশপ্রীত বুমরা এবং মহম্মদ সিরাজ।

You May Also Like