রাজ্য জুড়ে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

1 min read

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিরও সম্ভাবনা রাজ্যের একাধিক জেলায়। আগামীকাল পর্যন্ত সেই বৃষ্টি জারি থাকবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

মৌসুমী অক্ষরেখার অবস্থান পরিবর্তনের পাশাপাশি প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে স্থলভাগের ওপরে আসার কারণে সপ্তাহের শুরু থেকেই বৃষ্টি শুরু হয়েছে। অন্যদিকে ২৬ অগাস্টের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। পাশাপাশি দার্জিলিং ও কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে।

দক্ষিণবঙ্গের পশ্চিম ও পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি সমস্ত জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ ও কাল হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়।

You May Also Like