আরও চাপ বাড়লে রাজ্যপালের ওপর

0 min read

আবার একবার নতুন করে রাজ্য সরকার ও রাজ্যপালের সংঘাত চরমে উঠলো। এবার সি ভি আনন্দ বোসকে দুষলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের ইশারায় রাজ্যপাল কাজ করছেন বলেই তোপ তাঁর। অন্যদিকে সেই আগুনে ঘি ঢেলেছে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের ইস্যু।

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অন্তর্বতী উপাচার্য নিয়োগের অভিযোগে আগেই আদালতের দ্বারস্থ হয়েছিল রাজ্য। আরও বিপাকে সিভি বোস। জানা গিয়েছে, এই বিষয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা।

মামলাটি করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড: রাজেশ দাস। অধ্যাপকের দাবি, ইউজিসির আইনে অন্তর্বর্তী ভিসি করার কোনও নিয়ম নেই। রাজ্যের বিশ্ববিদ্যালয় আইনে উপাচার্যের অনুপস্থিতিতে অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগ করা গেলেও তাকে কোন ক্ষমতা দেওয়া হয়নি।

You May Also Like