বাংলার স্টেশনগুলি জন্য কত খরচ করছে রেলমন্ত্রক

1 min read

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। এই পরিস্থিতিতে অমৃত ভারত স্টেশন যোজনার অধীনে শিয়ালদহ এবং হাওড়া ডিভিশনের নানান স্টেশনকে নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে। সেজন্য মোট ১ হাজার ১৮৭ কোটি টাকা খরচও করছে রেল মন্ত্রক।

আর সেই পরিকল্পনার অধীনে হাওড়ার মোট ৯টি স্টেশন এবং শিয়ালদহর ৬টি স্টেশনকে ঢেলে সাজানো হচ্ছে। রবিবার ভার্চুয়ালি ভিত্তিপ্রস্তর স্থাপন করেন খোদ নরেন্দ্র মোদী। দেশের রেল স্টেশনগুলির মান বাড়াতে এবং যাত্রী পরিষেবাকে আরও স্বাচ্ছন্দ্যময় করে তুলতে এই প্রকল্প চালু করেছে কেন্দ্রীয় সরকার।

পশ্চিমবঙ্গের মোট ৩৭ টি স্টেশনের মধ্যে রয়েছে তারকেশ্বর, ইসলামপুর, আলিপুরদুয়ারের মোট ১৫টি স্টেশন, ধূপগুড়ি, আসানসোল, মালদহ-সহ একাধিক স্টেশন। ২৮টি স্টেশনের উন্নয়নে খরচ হবে মোট ১ হাজার ১৮৭ কোটি টাকা। কেবল দক্ষিণ পূর্বের ১০টি স্টেশনের উন্নয়নে খরচ হবে ৫৮৯ কোটি ৫০ লক্ষ টাকা।

You May Also Like