বড়ো হামলা নিয়ে সতর্ক ভারতকে

1 min read

তালিবান স্বাধীনতা পাওয়ার পর চিন্তা বেড়েছে ভারতের। আশঙ্কা বাড়ছে ভারতে হামলার। প্রথম থেকেই চিন্তা বেড়েছিল কাশ্মীর নিয়ে কারণ পাকিস্তান তালিবানের সাহায্য নিতে পারে বলে অনুমান। এবার এই কাশ্মীর ইস্যু নিয়ে ভারতকে সতর্ক করল রাশিয়া। বলা হল আফগানিস্তানের সন্ত্রাস কাশ্মীরে ছড়িয়ে পড়তে পারে যখন-তখন। চারিদিকে বাড়ছে জঙ্গি আতঙ্ক। বেশ কিছু জঙ্গি ভারতে প্রবেশ করেছে বলেও খবর রয়েছে। এই প্রেক্ষিতে ভারতকে সতর্ক করা হচ্ছে।

এদিকে, নতুন সরকার গঠন প্রক্রিয়া সম্পূর্ণ বলে ঘোষণা করেছে তালিবান। এই প্রেক্ষিতে একাধিক দেশকে আমন্ত্রণ জানানো হলেও ভারতকে আমন্ত্রণ জানায়নি তারা। নতুন সরকার গঠনের যে অনুষ্ঠান তাতে পাকিস্তান, চিন, রাশিয়া, কাতার, তুরস্ক এবং ইরানকে আমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু এর মধ্যে কোথাও ভারতের নাম নেওয়া হয়নি। পরবর্তী ক্ষেত্রে ভারতকে আমন্ত্রণ জানানো হবে কিনা সে ব্যাপারেও কিছু স্পষ্ট করা হয়নি। উল্লেখযোগ্য ব্যাপার, কিছুদিন আগেই তালিবানের সঙ্গে বৈঠকে বসে ছিল ভারত এবং সেই বৈঠকে তাদের কয়েকটি গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হয়েছিল। ভারতের সেই বার্তা ভেবে দেখবে বলে জানিয়েছিল তালিবান।

You May Also Like